Surah Al Maun | সূরা আল মাওন

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ

فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

الَّذِينَ هُمْ يُرَاءُونَ

وَيَمْنَعُونَ الْمَاعُونَ

 

উচ্চারণঃ আরয়াইতাল্লাযী- ইয়ুকায্যিবু বিদ্দীন্। ফাযা-লিকাল্লাযী ইয়াদু’উ’ল্ ইয়াতীম। অলা-ইয়াহুদ্ব্দু ‘আলা-তোয়া‘আ- মিল্ মিসকীন্। ফাওয়াইলুল্লিল্ মুছোয়াল্লীন। আল্লাযীনাহুম্ ‘আন্ ছলা-তিহিম্ সা-হূন্। আল্লাযীনা হুম্ ইয়ুরা-য়ূনা ওইয়াম্ না‘ঊনাল্ মা-‘ঊন্।

 

অর্থঃ আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অতএব দুর্ভোগ সেসব নামাযীর, যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; যারা তা লোক-দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।

Popular posts from this blog

 Sayyidul Istighfar | সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার দোয়া

Tarabi Namaz | তারাবির নামাজ

Ayatul Kursi | আয়াতুল কুরসি