Ayatul Kursi Bangla

Ayatul Kursi Arabic

بسم الله الرحمن الرحيم

اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاو ;َاتِ وَالأَرْضَ وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

 

Ayatul Kursi Bangla

 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম লা তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।

 

Ayatul Kursi Bangla Meaning

 আল্লাহ! তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনি জীবিত, স্ব-সহায়ক, শাশ্বত। তন্দ্রা বা নিদ্রা তাকে পরাস্ত করে না। আকাশে যা আছে তা এবং যা মাটির অভ্যন্তরে রয়েছে তাঁরই তাঁর। তাঁর সম্মতি ব্যতিরেকে তাঁর উপস্থিতিতে কে সুপারিশ করতে পারে? তিনি তাদের আগে বা পরে বা পিছনে কী (তাঁর সৃষ্টির সামনে উপস্থিত) তাও তিনি জানেন। তারা তাঁর ইচ্ছা ব্যতীত তাঁর ইচ্ছাকে পরিবেশন করবে না তিনি ব্যতীত। তাঁর সিংহাসন নভোমন্ডল ও পৃথিবীতে বিস্তৃত রয়েছে এবং তিনি তাদের সংরক্ষণে কখনও ক্লান্ত হন না, কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ। সর্বোচ্চ (মহিমান্বিত)।

 

 

 

 

 

 

 

Popular posts from this blog

 Sayyidul Istighfar | সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার দোয়া

Ayatul Kursi | আয়াতুল কুরসি

Tarabi Namaz | তারাবির নামাজ