Dhuhur Namaz

Dhuhur Namaz | যোহরের নামায

  দুপুরের পরে সূর্য সামান্য একটু পশ্চিম দিকে হেলিবার পর হইতে শুরু করিয়া আসরের নামাযের পূর্ব পর্যন্ত যোহরের ওয়াক্ত এই ওয়াক্তে মোট দশ রাকয়াত নামায প্রথমে চরি রাকয়াত সুন্নাত নামায, তার পর চার রাকায়াত ফরজ নামায, তৎপর দুই রাকয়াত সুন্নাত নামায। অবশ্য ইহার পরে দু'রাকাত নফল নামায আদায় করা যায়। ইহা আদায় করিলে সওয়াব হয় আর আদায় না করিলে গুনাহ হয় না। 

 

যোহরের চার রাকয়াত সুন্নতের নিয়ত

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ' রাকআতি ছালাতিৰ্জ্জুরি ছুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহ আকবার  

 

যোহরের রাকআত ফরজের নিয়ত

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ' রায়া'তি সলাতিজ্জ হরি ফারদুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহ আবার

 

যোহরের রাকয়াত সুন্নাতের নিয়ত

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকয়াতাই সলাতিজ্জুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহ আকবার। 

 

যোহরের রাকয়াত নফলের নিয়ত

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতাই সালাতিনাফলি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহ আকবার

Popular posts from this blog

 Sayyidul Istighfar | সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার দোয়া

Ayatul Kursi | আয়াতুল কুরসি

Tarabi Namaz | তারাবির নামাজ